বিশ্ব ভোক্তা অধিকার দিবসে দূর্গাপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রতিনিধি

১৫ মার্চ, ২০২২, ২ years আগে

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে দূর্গাপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজশাহীর দুর্গাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, দুর্গাপুর পৌর-মেয়র মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বানেছা বেগম ও ভাইস চেয়ারম্যান মোঃ আঃ মোতালেব।

এছাড়াও এনজিও প্রতিনিধি, ব্যাবসায়ি , ভোক্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ব ভোক্তা অধিকার দিবস সর্ম্পকে আলোচনা করেন।

বাংলাদেশে ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কাজ প্রতিরোধের উদ্দেশ্যে ২০০৯ সালে সরকার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। এরই ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পত্রিকা একাত্তর / রাজু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news