ডোমারে ‘কৃষক হত্যা দিবস’ পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে ‘কৃষক হত্যা দিবস’ পালিত

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কৃষক হত্যা দিবস উপলক্ষ্যে ডোমার উপজেলা ও পৌর কৃষক লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কালো ব্যাজ ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ই মার্চ) সকালে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৯৯৫ সালে সার কিনতে গিয়ে শহীদ হওয়া ১৮ কৃষককে স্মরণ করেছে ডোমার উপজেলা ও পৌর শাখা কৃষক লীগ। দিবসটি উপলক্ষ্যে কৃষক লীগের নেতা কর্মীরা কালোব্যাজ ধারণ করেছেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুল হক দুলাল, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মোনা, সহ-সভাপতি মেহেদী হাসান মুক্তি, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. এবাদত হোসেন চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমূখ।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ মার্চ বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা অবস্থায় সার কিনতে গিয়ে নির্মমভাবে ১৮ কৃষককে হত্যা করা হয়। এরপর থেকেই এই দিনটিকে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news