হরিণাকুণ্ডুতে জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

১৪ মার্চ, ২০২২, ২ years আগে

হরিণাকুণ্ডুতে জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আগামী ২৫ মার্চ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সারাদেশের ন্যায় হরিণাকুণ্ডু উপজেলাতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হবে। ২৫ মার্চ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে সোমবার (১৪ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, হরিণাকুণ্ডু থানা ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন জোড়াদাহ কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট বজলুর রহমান, কামাল হোসেন।

তাছাড়া কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জল কুমারকুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রোগ্রামার ওয়সিকুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন,সমাজসেবা কর্মকর্তা শিউলি রাণী, ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু সাইদ টুনু সহ অনেকে।

সভায় ২৫মার্চ গণহত্যা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে পূষ্পমাল্য অর্পণ সহ আলোচনা এবং মহান স্বাধীনতা এবং জতীয় দিবসে নানামুখী কর্মসুচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

পত্রিকা একাত্তর / উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news