হরিণচড়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৪ মার্চ, ২০২২, ২ years আগে

হরিণচড়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ই মার্চ) সকালে উপজেলার পূর্ব হরিণচড়ায় বিতরণ কেন্দ্রের ডিলার মো. ফজলুল হকের দোকানে বিক্রয় কেন্দ্রে কর্মসূচীর উদ্বোধন করেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. মাহবুব আলম, ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রতিমা রাণী, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. সামিউল ইসলাম বাবু প্রমূখ।

উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যশস্য বিতরণ কেন্দ্রে প্রতি কেজি চাল ১০/- (দশ) টাকা মূল্যে কিনতে পারবেন কার্ডধারী সাধারণ মানুষ। মাসে কার্ড প্রতি চাল ৩০ কেজি উত্তোলন করা যাবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news