কক্সবাজারের র‌্যাব-১৫ এর অভিযানে মানিক গ্যাং এর ০৩ সদস্য আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২, ২ years আগে

কক্সবাজারের র‌্যাব-১৫ এর অভিযানে মানিক গ্যাং এর ০৩ সদস্য আটক

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় র‍্যাব-১৫ অভিযান পরিচালনা করে মানিক গ্যাং এর ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে।

১৩ মার্চ (রবিবার) রাত ৯.২০ মিনিটের দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শ্যামলী এন আর পরিবহনের সামনে র‍্যাব-১৫ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ধৃতরা হল ১। মোঃ আরাফাত (১৮), পিতা-শওকত উল্লাহ, মাতা- নুরজাহান বেগম, ২। সোহাগ (২১), পিতা- মৃত শমসের আলম, মাতা-রেহানা আক্তার, ৩। মোঃ রিয়াদ (১৮), পিতা- মোঃ বেলাল, মাতা- ডলি আক্তার, সর্ব সাং- পূর্ব লাহারপাড়া, ০১নং ওয়ার্ড, ইউপি- ০৫ নং ঝিলংজা , থানা- কক্সবাজার সদর।

র‌্যাব-১৫ গণমাধ্যমকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ পথে শ্যামলী এনআর ট্রাভেল এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে এমন সংবাদ পাওয়া মাত্র র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে উল্লেখিত কয়েকজনকে ধৃত করতে সক্ষম হয়।

র‍্যাব আরো বলেন, ধৃত ব্যক্তিরা বাস টার্মিনাল এলাকায় অবস্থান করার কারণ জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে নাপারায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০১ টি ড্যাগার ও ০১ টি ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মানিক গ্যাং এর সদস্য এবং দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে কক্সবাজার শহর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পত্রিকা একাত্তর / এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news