হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২, ২ years আগে

হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে সামাজিক ব্যাধি তথা সামাজিক সমস্যা, যাহা সমাজের অসংগতি ডেকে আনছে, সেই সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধ গড়তে, "হাফিজইব্রাহিম মহাবিদ্যালয়" বোরহানউদ্দিন থানা কর্তৃক হলরুমে, মাদক- ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গীবাদ, সন্ত্রাস আর সাইবার ক্রাইম বিষয়ক, বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত অধক্ষ্য জাকারিয়া আজমের সভাপতিত্বে এসময়সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দি নহাওলাদার ও অত্র কলেজের শিক্ষকবৃন্দ কাংখিত নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উপরে উল্লেখিত সমস্যাসমূহ যেমন- মাদক- ইভটিজং, আমাদের সমাজকে অগ্রগতির পথে চরমভাবে বাঁধা সৃষ্টি করছে, ধবংস হচ্ছে যুব সমাজ। তাই রুখতে হবে সামাজিক ব্যধি- সমস্যা, বাঁচাতে হবে দেশ- সমাজ, , লড়তে হবে একসাথে তবেই হয়তো সম্ভব হতেপারে আদর্শ কাঙ্খিত বাংলাদেশ গড়ার। সু- প্রভাত বাংলাদেশ, সেই প্রত্যাশায় ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সমগ্র বাংলাদেশের মানুষ।

পত্রিকা একাত্তর/ আবুল বাশার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news