পাথরঘাটায় তথ্য অধিকার আইন প্রশিক্ষন কর্মসুচি অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

১৪ মার্চ, ২০২২, ২ years আগে

পাথরঘাটায় তথ্য অধিকার আইন প্রশিক্ষন কর্মসুচি অনুষ্ঠিত

বরগুনার পাথরঘাটায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষণে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করণে তথ্য অধিকর আইনের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশ ও প্রশিক্ষণ) ড. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন।

দিনব্যাপী প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

কর্মসূচীতে প্রধান অতিথি ড. আব্দুল হাকিম বলেন, জনসচেতনতা সৃষ্টি ও নিজের অধিকার সম্পর্কে জানানোই তথ্য অধিকারের মূল লক্ষ্য। জনগণ রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। তাই প্রতিটি নাগরিকের রাষ্ট্রের তথ্য সম্পর্কে অবগত থাকা খুবই জরুরী।

পত্রিকা একাত্তর/ তাওহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news