নড়াইলে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল জেলা প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২, ২ years আগে

নড়াইলে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। আজ সোমবার বেলা ১১টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় ৩০ হাজার টাকা জরিমনানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের মোঃ ফয়সাল হোসেন, সাব্বির হোসেন মোল্যা ( পলাতক) এবং সুমন হোসেন মোল্যা। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

মামলা বিবরণে জানা যায়, গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার যশোর-নড়াইল সড়কের মুলিয়া মোড়ের পিয়ারী বটতলায় গত ২৮শে জুন ২০১৫ তারিখে মাদক উদ্ধার পরিচালনার সময় যশোর থেকে আগত একটি মোটর সাইকেল গতিরোধ করে মোটর সাইকেলের তিন যাত্রীকে তল্লাসী করে কিছু না পাওয়ায়, তাদের ব্যবহার কৃত মোটরসাইকেল তল্লাসী করে মোটর সাইকেলে প্লাষ্টিকের ব্যগে রাখা ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news