লালমনিরহাট হাতীবান্ধায় বিএনপির মিছিলে আ.লীগের হামলা

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১২ মার্চ, ২০২২, ২ years আগে

লালমনিরহাট হাতীবান্ধায় বিএনপির মিছিলে আ.লীগের হামলা
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করলে আওয়ামী লীগের কর্মীরা মিছিলে হামলা চালায় এতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়। এতে ওয়ার্ড বিএন পির সভাপতি সিরাজুল ইসলামকে কুপিয়ে জখম করে।

শনিবার (১২মার্চ) সন্ধায় হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নে কাসিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় ভেলাগুড়ি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় আওযামীলীগের লোকজন হামলা চালালে উভয় পক্ষের ৬ জন আহত হয়।

ভেলাগুড়ি ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক মতিউল ইসলাম বাদল জানান, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় ভেলাগুড়ি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা অতর্কিত হামলা চালায় এবং একজনকে কুপিয়ে জখম করে, লাঠির আঘাতে ৬ নেতা-কর্মী আহত হয়। আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল জানান, বিএনপি'র নেতা-কর্মীরা অশ্লীল স্লোগান দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

পত্রিকা একাত্তর/লুৎফর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news