ইউপি চেয়ারম্যানের কারামুক্তিতে উন্নয়নের সপ্ন দেখছে ইউনিয়নবাসী

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

১২ মার্চ, ২০২২, ২ years আগে

ইউপি চেয়ারম্যানের কারামুক্তিতে উন্নয়নের সপ্ন দেখছে ইউনিয়নবাসী

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বহুল আলোচিত নির্যাতিত ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের কারামুক্তিতে ঈদ আনন্দের মত উৎসব উপভোগ করছেন ইউনিয়নবাসীরা,শুক্রবার সকাল হতে ইউনিয়নের ওয়ার্ড আর পাড়া মহল্লায় দেখা মেলে।

নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ করছে ইউনিয়নবাসী,শুক্রবার সন্ধ্যায় জয়াখালী মোড়ে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বাড়ির সম্মুখে নানা আয়োজনের মধ্য দিয়ে গানের সুরে ফুলের মালা আর ইউনিয়নবাসীর ভালোবাসা দিয়ে,উপস্থিত হাজার হাজার জনতা ও নবনির্বাচিত ইউপি সদস্য মহিলা আসনের সংরক্ষিত সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দুরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন বার বার নির্বাচিত টানা দ্বিতীয় বারের মতো জনগণের মনোনীত সফল চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে, কারাগার হতে মুক্তির পর চেয়ারম্যান আজ তার নির্বাচনী ইউনিয়নের উন্নয়নমূলক রাস্তাঘাট,স্কুল পাঠশালার চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং দূর্নীতি,অনিয়ম কার্যক্রম হতে সকলকে সঠিকভাবে নিজ নিজ কাজ করার আহ্বান ও দিকনির্দেশনা দেন।

জানা যায় চেয়ারম্যান শেখ আব্দুর দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণের আগেই তাহাকে অবৈধ সুদের টাকার চেকের মামলার অভিযোগে ২৯ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তার জন্মভূমি নির্বাচিত কৈখালী ইউনিয়নে আসেন।

তবে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের উপরে আনিত অভিযোগ সুদ চক্রের টাকার চেকের মামলায় এবং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারে যাওয়ার পর চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের আদালতের আইনজীবী ও সমস্ত তদারকি খরচ ইউনিয়নের সকল ধরনের পেশার মানুষ এবং সামাজিক সংগঠন,প্রবাসী সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের আর্থিক সহযোগিতায় জামিন নেন,এ যেন এক নজিরবিহীন চেয়ারম্যান নির্বাচনে তার নিজের ভোট নিজে না দিতে পেরে ও জয়লাভ করেন।

দৈনিক সাতঘরিয়া পত্রিকার সংবাদ সংগ্রহকালে কৈখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় বিভিন্ন শ্রেণির সাধরণ মানুষের সাক্ষাৎকারে জানা যায় চেয়ারম্যান শেখ আব্দুর রহিম শুধু সাতক্ষীরা জেলার ভিতরে নয় সারা বাংলাদেশে এমন জনপ্রিয়তা ইউপি চেয়ারম্যানের সংবাদ মেলেনি,ইউনিয়নবাসী সূত্রে দৈনিক সাতঘরিয়াকে জানান তাদের মূল্যবান ভোটের যোগ্য অধিকারী শেখ আব্দুর রহিম কে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে জনগণের ভাগ্যোন্নয়নের ও ইউনিয়নের উন্নয়নের আশাবাদী সর্বসাধারণ গণ।

পত্রিকা একাত্তর/মোঃ আলফাত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news