ডোমার মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১২ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমার মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ই মার্চ) বেলা ১২টায় উপজেলার ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, প্রভাষক নুর হোসেন সাবু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০১৮ সালে ডোমার মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণে প্রায় ৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news