জমি নিয়ে বিরোধের জের তুঙ্গে, থানায় অভিযোগ দায়ের

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১২ মার্চ, ২০২২, ২ years আগে

জমি নিয়ে বিরোধের জের তুঙ্গে, থানায় অভিযোগ দায়ের

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আইনুল ইসলাম সহ ৭ জনের নামে থানায় দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ও তার পরিবার যেকোনো সময় বড় দুর্ঘটনার আশংকায় বলে জানিয়েছে বাদীপক্ষ।

অভিযোগ সূত্রে জানা যায়, গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে দুইপক্ষের মীমাংসা করে দিলেও অভিযোগে উল্লেখিত বিবাদী আইনুল ইসলাম ও বিবাদী (২) গোলাপ হোসেনের কুপরামর্শে পুনরায় ভোগদখল করার চেষ্টা করছে।

অভিযোগকারী মো. তইবুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন যাবৎ তফসিল বর্নিত জমি ভোগদখল করে আসছি। জমির খারিজ বাদীর নামে রয়েছে এবং বাদী খাজনা পরিশোধ করলে ভুলবশত মাঠ রেকর্ড বিবাদীর নামে আছে। এর প্রেক্ষিতে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে বাদী জানায়। বিবাদী উক্ত তফসিল বর্নিত জমিকে কেন্দ্র করে গণ্ডগোল করার লক্ষ্যে বিভিন্ন পায়তারা করছে এবং বাদীকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগপত্রে উল্লেখ করে।

বিবাদী মো. আইনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে। উক্ত তফসিল বর্নিত জমি বিবাদীর পৈতৃক সম্পত্তি ও রেকর্ড বিবাদীর নামে আছে বলে তিনি জোর দাবী জানায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ডোমার থানায় দায়েরকৃত দুইটি জিডি নম্বর যথাক্রমে ২৭ ও ৪৪০। অভিযোগে উল্লেখিত জমির পরিমান আনুমানিক ২ একর ২২ শতক, যার মধ্যে ১ একর ৬০ শতক নালিশীয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news