জেলেদের জালে আটকা কুমির করমজলে অবমুক্তি

জেলা প্রতিনিধি | বাগেরহাট

জেলা প্রতিনিধি | বাগেরহাট

১২ মার্চ, ২০২২, ২ years আগে

জেলেদের জালে আটকা কুমির করমজলে অবমুক্তি

বাগেরহাটের রামপালের একটি খাল থেকে জেলেদের জালে আটকে থাকা কুমির উদ্ধার করেছে বনবিভাগ।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে কুমিরটিকে অবমুক্ত করা হয়। এর আগে এদিন বিকেলে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার কুমির আটকে থাকার বিষয়টি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে জানান বলে জানিয়েছেন করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

তিনি বলেন, মাননীয় উপমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আমাকে ফোনে কুমির আটকে থাকার বিষয়টি জানান। সন্ধ্যায় আমি ও বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করি। কুমিরটি লম্বায় ৪ ফুট, বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে। কুমিরটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে অবমুক্ত করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news