হরিণাকুণ্ডুতে ফ্রীজের লাইন শর্টসার্কিটের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

১১ মার্চ, ২০২২, ২ years আগে

হরিণাকুণ্ডুতে ফ্রীজের লাইন শর্টসার্কিটের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ফ্রীজের লাইন শর্টসার্কিটের আগুনে বসতবাড়ী ভস্মীভূত হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে মৃত জয়নাল মন্ডলের পুত্র গোলাম মোস্তফার বসতবাড়িতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বপক ঘটনাস্থলে পৌছে আগুন নিযন্ত্রণে আনে। কিন্তু তার আগেই গোলাম মোস্তফার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী গোলাম মোস্তফা তার পুত্র লিয়াকত আলী সহ প্রতিবেশীরা জানায়, শুক্রবার রাত আনুমানিক ৭ টায় প্রথমে লিয়াকতের ঘরে থাকা ফ্রীজের বিদ্যুৎ লাইন শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। এতে ফ্রীজে আগুন লেগে পুড়ে যায়। এসময় পশের ঘরে আগুন ছড়িয়ে পড়লে লিয়াকতের ভাই উজ্জলের ঘরে থাকা ফ্রীজে আগুন লেগে ভস্মীভূত হয়। একই সময়ে অন্য ভাই আজিজারের ঘরও রক্ষা পায়না। তিনটি ঘরের আসবাবপত্র সহ মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনায় ঐ পরিবারের আনুমানিক পাঁচ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই খবর পেয়ে উপজেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ গাড়াবাড়ীয়া গ্রামে গোলাম মোস্তফার বসতবাড়িতে ছুটে যান,ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ান এবং সন্তনা জানান। এসময় তিনি নগদ অর্থ, দুই বস্তা শুকনো খাবার সহ কম্বল দিয়ে তাদের সহযোগিতা করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও ইউপি চেয়ারম্যাম বসির উদ্দীন অসহায়দের পাশে দাড়ান।

পত্রিকা একাত্তর/উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news