ডোমারে কর্মসৃজনের তালিকাভুক্ত শ্রমিকদের বাদ দিয়ে নতুন শ্রমিক নেয়ার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে কর্মসৃজনের তালিকাভুক্ত শ্রমিকদের বাদ দিয়ে নতুন শ্রমিক নেয়ার অভিযোগ

নীলফামারীর ডোমারে ৪০ দিনের কর্মসৃজন কর্মসুচির আওতায় মাটিকাটা কাজের তালিকাভুক্ত শ্রমিকদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন শ্রমিক অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবের বিরুদ্ধে।

গত ৭ই মার্চ এ বিষয়ে প্রায় দেড় শতাধিক ভুক্তভোগী শ্রমিক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদে গত অর্থবছরে কর্মসৃজন কর্মসূচির আওতায় ১৬৭ জন হতদরিদ্র শ্রমিক লটারীর মাধ্যমে তালিকা ভুক্ত হয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। চলতি অর্থবছরে গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিগত চেয়ারম্যানকে পরাজিত করে নতুন চেয়ারম্যান হিসাবে মোমিনুর রহমান নির্বাচিত হয়। ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তৎকালীন ইউপি সদস্য ছিলেন তিতাস রহমান বাবু। বর্তমানে লিটন নির্বাচিত ইউপি সদস্য। প্রতিটি ওয়ার্ডে কিছু ইউপি সদস্যের পদ পরিবর্তন হয়। উক্ত কর্মসুচির কাজ শুরু হলে তালিকাভুক্ত শ্রমিকগণ কাজ করতে গেলে দেখে পূর্বের সকল শ্রমিকের নাম বাদ দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবের যোগসাজশে পূর্বের শ্রমিক ছাটাই করে অর্থের বিনিময়ে যাছাই-বাছাই না করে তাদের মনমতো কর্মসূচির আওতাভুক্ত নয় এমন ১২৪ জন নতুন শ্রমিক নিয়োগ দিয়েছে।

বামুনিয়া ইউপির ৫নং ওয়ার্ডের ফরিদা বেগম জানান, আমি গত ১০ বছর ধরে মাটি কাটার কাজ করছি। বর্তমানে নতুন মেম্বার এসে আমার নাম বাদ দিয়ে নতুন লোক নিয়েছে, আমি কি অপরাধ করেছি?

অন্যান্য অভিযোগকারীরাও জানান, এই কাজের জন্য তারা পরিষদের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। লটারির মাধ্যমে তাদের নাম ওঠায় বিগত ৫ বছর যাবৎ কাজ করেছেন। কিন্তু অজ্ঞাত কারণে নতুন চেয়ারম্যান, সদস্যরা তাদের নাম বাদ দিয়ে তাদের পছন্দের লোকের নাম অন্তর্ভুক্ত করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম জানান, আমি ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে অনিয়মের অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news