সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

জেলা প্রতিনিধি, নওগাঁ

৯ মার্চ, ২০২২, ২ years আগে

সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য আটক

নওগাঁর সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে সাপাহার থানা পুলিশের একটি দল। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বিশেষ অভিযানে ওই দুই ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়েছেন বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান জানিয়েছেন।

আটক ডাকাত দলের দুই সদস্যরা হলেন সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের মৃত নুরমোহাম্মাদের ছেলে কুখ্যাত ডাকাত আলম (৪৫) ও চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মশরীভোজা গ্রামের বোধন মন্ডলের ছেলে পালাশ (৪০)।

থানা অফিসার ইনচার্জ সূত্রে জানা গেছে রাত ১২টার দিকে সাপাহার উপজেলা সদর পালপাড়ার বিশিষ্ট (ঔষধ ব্যবসায়ী) অনিক কুমার পাল প্রতিদিনের ন্যায় তার দোকান বন্ধ করে নিজ বাসায় ফিরছিলেন এমন সময় তার বাড়ীর নিকট পৌছলে একদল ডাকাত তার পথ রোধ করে তাদের হাতে থাকা হাসুয়া দিয়ে অনিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এসময় অনিকের চিতকারে লোকজন বেরিয়ে এলে ডাকাত দলের সদস্যরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। লোকজন অনিককে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে এবং বিষয়টি সাপাহার থানাকে অবহিত করেন।

সংবাদ পেয়ে ওসি তারেকুর রহমান ও তদন্ত ওসি আলমাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপনে এক বিষেশ অভিযানে নামেন। সারারত অভিযান পরিচালনা করে রাত্রি ৩টার দিকে ডাকত দলের সদস্যরা উপজেলার উচাডাঙ্গা গ্রাম হতে একটি গরু ও একটি বাইসাইকেল ডাকাতি করে ভুটভুটিতে উঠিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিষয়টি জানতে পেরে টহলরত পুলিশের পিক-আপ ভ্যান দিয়ে তাদের ভুটভুটির পথ রোধ করলে ভুটভুটি পুলিশের পিক-আপের সাথে ধাক্কা লাগে এবং চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ভুটভুটিটি রাস্তার ধারে উল্টে যায়। এর পর ভুটভুটিতে থাকা ডাকাত দলের সদস্যরা দিক বিদিক ছুটে পালাতে চেষ্ট করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে। এসময় ভুটভুটির আঘাতে আহত ডাকাত পলাশকে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ১টি হাসুয়া ১টি শাবল ও ১টি সুচালু লোহার রড সহ তাকে আটক করে এবং পায়ে চোট পেয়ে অপর কুখ্যাত ডাকাত আলম দৌড়ে গিয়ে তাজপুর গ্রামের একটি পুকুরে ঝাপ দেয়। এসময় পুলিশের দলটি পানি হতে তাকে তুলতে ব্যার্থ হলে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে তাজপুর গ্রামের জনগন টের পেয়ে সাধারণ লোকজন ও পুলিশ সদস্যারা সারা পুকুরটিকে ঘিরে ফেলে ডাকাত আলমকে পুকুর থেকে তোলার চেষ্টা করে। পুলিশ ও জনগনের সকল চেষ্টা ব্যার্থ হলে পুলিশের দুইজন কনষ্টবল পুকুরে নেমে আলমকে ধরে উপরে তোলেন। আটক আলাম ও পলাশের দেয়া তথ্য মতে আরও দুইজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

এবিষয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের প্রস্ততি চলছে বলে অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান জানিয়েছেন। আহত দুই ডাকাত সদস্যকে চিকিৎসার জন্য পুলিশের হেফাজতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার চিহিৃন্নিত ডাকাত আলম আটক হওয়ায় এলাকাবাসী সন্তুষ্ট।

পত্রিকা একাত্তর / তোফায়েল আহমেদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news