বঙ্গবন্ধু এনে দিয়েছে স্বাধীনতা, তার কণ্যা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি: এমপি মুকুল

ভোলা জেলা প্রতিনিধি

৮ মার্চ, ২০২২, ২ years আগে

বঙ্গবন্ধু এনে দিয়েছে স্বাধীনতা, তার কণ্যা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি: এমপি মুকুল

ভোলা বোরহানউদ্দিনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উপলক্ষে কুঞ্জের হাট হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার লোক সমাগমে আলোচনা সভা জনসভায় রূপ নেয়।

সোমবার (৭ই মার্চ) বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মজিবুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ২ আসনে সাংসদ আলী আজম মুকুল।

প্রধান অতিথীর বক্তব্যে সাংসদ আলী আজম মুকুল বলেন, আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মূলমন্ত্র।

বঙ্গবন্ধুর আহবানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার সুবাধে আজ আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত। বঙ্গবন্ধু এনে দিয়েছেন আমাদের স্বাধীনতা আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

এসময় বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আহাম্মদ উল্লাহ মিয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-সাধারন সম্পাদক তুহিন হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া, কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিরব মিয়া, কাচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রব কাজী, উপজেলা আওয়ামীলীগ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক জাকির হোসেন, পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার, হাসান নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ খান, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

পত্রিকা একাত্তর/ নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news