নড়াইলে অস্ত্র মামলায় কোবরা বাবুলের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল জেলা প্রতিনিধি

৮ মার্চ, ২০২২, ২ years আগে

নড়াইলে অস্ত্র মামলায় কোবরা বাবুলের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

এ মামলায় অপর দুই আসামী মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিলল্লাহকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।

মামলার বিবরনে জানাগেছে, ২০১৬ সালের ২৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম জানতে পালে ভওয়াখালী তার বাড়িতে অস্ত্র বেচা-কেনা চলছে।

এসময় পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল, মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে গ্রেপ্ততার করে। তাদের তল্লাশী করে বাবুলের কাছ থেকে ৬ রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এছাড়া ঘরের মধ্য থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।

পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news