বটিয়াঘাটা এনজিও'র বিরুদ্ধে অবৈধ অর্থ বানিজ‍্যর অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

৭ মার্চ, ২০২২, ২ years আগে

বটিয়াঘাটা এনজিও'র বিরুদ্ধে অবৈধ অর্থ বানিজ‍্যর অভিযোগ

খুলনার বটিয়াঘাটা বাজারে অবস্থিত প্রতাপ ঘোষের বাড়ি ভাড়া নিয়ে এক এনজিও'র বিরুদ্ধে উঠেছে অর্থ বানিজ‍্যর অভিযোগ।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়,ওই বাড়িতে ভাড়া দিয়ে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) নামক একটি এনজিও ঋণ দিয়ে সদস্যদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়,ঋনের টাকা সঠিক সময় সদস্যরা পরিশোধ করতে না পারলে,তাদের বিরুদ্ধে উকিল নোটিশ সহ আদালতে মামলা করা হচ্ছে।

এভাবে একের পর এক সদস্যদের নামে মামলা হামলা করে আদায় করা হচ্ছে ঋণ দেওয়ার টাকার পরিমানের দ্বিগুণ-তিনগুণ অতিরিক্ত টাকা। বিভিন্ন অভিযোগের সূত্র ধরে,গতকাল অফিসে গিয়ে দেখা যায়,ভুক্তভোগীদের উত্তেজনা। মিডিয়ায় সাথে কথা বলতে রাজি হয়নি এনজিও'র ইউনিট ম‍্যানেজার পূরব কান্তি সানা। তবে ভুক্তভোগী বেশকিছু গ্রাহকের উত্তেজিত ও হট্টগোল করতে দেখা যায়, গ্রাহকদের অফিস সহকারিদের সাথে।

গাওঘরা এলাকার ফাতেমা বেগম,সবিরন,মরিয়ম বেগম,খাদিজা বেগম, উক্ত সমিতি থেকে ঋন দেয়।

তারা বলেন,তাদের অসংখ্য অভিযোগের কথা। মরিয়ম বেগমের ছেলে ইউনুছ গাজী বলেন,আমার মায়ের নামে ২০ হাজার টাকা ঋন দেওয়া ছিল। যথা সময় ঋনের টাকা পরিশোধ করি। কিন্তু হঠাৎ গত ২০ ফেব্রুয়ারি আমাদের নামে একটি উকিল নোটিশ করেন। সেখানে লেখা রয়েছে নোটিশ পাওয়ার ৭দিনের ভিতর সমুদয় টাকা পরিশোধ না করলে আপনার বিরুদ্ধে আইনগত ব‍্যাবস্থা গ্রহন করা হবে।

শাহীন, মফিজুর রহমান, শাহাজান, মেহেদী সহ আরো অনেকে অভিযোগ করে বলেন, তাদের নামেও আদালত থেকে নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে ও ৭ দিনের সময় সেমা বেধে দেওয়া হয়েছে।

এরকম শতশত গ্রাহকদের নামে অতিরিক্ত টাকা পাওনা দেখিয়ে হয়রানি করছে উক্ত ইউনিট ম‍্যানেজার পূরব কান্তি সানা। অভিযোগ রয়েছে,বাড়ির মালিককে সাথে নিয়ে এনজিও'র ম‍্যানেজার তার এই অবৈধ অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

পত্রিকা একাত্তর /আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news