৭ই মার্চ এর ভাষণ স্বাধীনতার এক অমর মহা কাব্য

উপজেলা প্রতিনিধি, ভোলা

৭ মার্চ, ২০২২, ২ years আগে

৭ই মার্চ এর ভাষণ স্বাধীনতার এক অমর মহা কাব্য

৭ মার্চ এক মহাকাব্যঃ জাতির পিতা প্রতি বিনম্র শ্রদ্ধা ১৯৭১ এর ৭ মার্চ সেই দিন তোমার তর্জনি উঠেছিল অবনি পরে। পাকিস্তানিরা কেঁপে ছিল ভয়ে আর ডরে। ৭মার্চ মুক্তিকামী বাঙালির রক্তের শিহরণ। বাঙালি জাতি করেছিল মুক্তির পণ।

৭ মার্চ ছিল এক মহাকাব্য। পাক হানাদাররা বুঝেছিল তাদের কি হবে ভবিতব্য। ৭ মার্চ প্রেরণা জোগায় আপোষ হীন সংগ্রামের। বাঙালি কি আর কখনো পাবে দেখা এমন বীরের। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন স্বত্তা। তিনি ছিলেন বাঙালি জাতির ত্রাণকর্তা। তোমার তর্জনি উচানো দরাজ কন্ঠের সেই ভাষন। আজো আন্দোলিত করে মন। তোমার কন্ঠে ছিল অকৃত্রিম এক যাদুর ছোঁয়া । বাঙালি জাতি তাতেই খুঁজে পেয়েছিল মুক্তির খেয়া। তুমি ছিলে এক মহান কবি। তোমার ভাষনে ছিল ছন্দ আর চেতনার ছবি। ৭ মার্চ এর সেই দিন তুমি হয়েছিলে হেমিলনের বাঁশিওয়ালা। শত্রুর বুকে ধরেছিল জালা। ৭ মার্চ সেই দিন বাঙালি তোমার ভাষন শুনেছিল মন্ত্র মুগ্ধ হয়ে। বাঙালি জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা জয়ে।

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে এসে মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। ৭ই মার্চ ছিল মুলত বাঙালি জাতির মুক্তির নির্দেশনা। একটি মুক্তির দলিল। মুক্তিকামী বাঙালির রক্তের শিহরণ। যা আজো বাঙালি জাতিকে আন্দোলিত করে। প্রেরণা জোগায় আপোষ হীন সংগ্রামের। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন স্বত্তা। ৭ই মার্চ এর ভাষন শুধু কেবল একটি ভাষন ছিল না। এটি ছিল বাঙালি জাতির আশা আকাংখার মূর্ত প্রতীক। বিনম্র শ্রদ্ধা হে জাতির পিতা। তোমায় হাজার সালাম। তুমি বেঁচে থাক প্রতিটি বাঙালির অন্তরে।

লেখক: জনাব আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার - ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

পত্রিকা একাত্তর/ আলতাফ হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news