সাংবাদিক সালামের অর্থ আত্মসাৎ মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

৬ মার্চ, ২০২২, ২ years আগে

সাংবাদিক সালামের অর্থ আত্মসাৎ মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন

অর্থ আত্মসাতের অভিযোগ তুলে অগ্রণী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ কালীগঞ্জ শাখার ব্যবস্থাাপক নাজমুস সাদাতের করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন ঝিনাইদহের হরিনাকুন্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুদিপ্ত সালাম।

এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান এলবি লিটন।

আজ রবিবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সুদিপ্ত সালামের পক্ষে শুনানি করেন ব্যরিষ্টার বিভূতিভূষণ।

এর আগে ২৮ ফেব্রয়ারী এই মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন সুদিপ্ত সালাম । হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে তিনি এ আবেদন করেন।

অভিযোগের ব্যাপারে সাংবাদিক সুদিপ্ত সালাম বলেন,আমাকে মিথ্যা ভাবে হয়রানি করা হচ্ছে,যা আমি আইনিভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।তিনি আরো বলেন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি দেশনেত্রী শেখ হাসিনার কাছে আমার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের সঠিক তদন্ত করানোর দাবি জানাচ্ছি।

আমি আমার পদে থাকাকালীন নিতী ও আদর্শের সাথে কাজ করেছি।আমি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের স্বীকার। যাদের মুখোশ খুব দ্রুত আইনের মাধ্যমেই প্রকাশ হবে।

পত্রিকা একাত্তর / মাহফুজুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news