সু্ন্দরগঞ্জে টাকা গুনে দেয়ার কথা বলে প্রতারক টাকা নিয়ে পলাতক

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

৬ মার্চ, ২০২২, ২ years আগে

সু্ন্দরগঞ্জে টাকা গুনে দেয়ার কথা বলে প্রতারক টাকা নিয়ে পলাতক

ব্যাংক থেকে স্বামীর পেনশনের টাকা তুলতে এসে প্রতারণার শিকার হয়েছেন এক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর স্ত্রী। রোববার সকাল ১১ টার সময় গাইবান্ধার সুন্দরগঞ্জ সোনালী ব্যাংকের শাখায় কিছু দিন পর পর প্রায় এ ধরনের ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ১৮ হাজার টাকা তোলার পর তা ছিরা ফাটা ও গুনে দেয়ার কথা বলে ওই টাকা নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ব্যাংকটিতে সিসিটিভি ক্যামেরা থাকা শর্তেও প্রতারক ব্যক্তিকে চিহ্নিত করতে পারছে না। পরে কোনো উপায় না পেয়ে ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়ে অশ্রুভেজা চোখে বাড়ি ফিরে যান।

প্রতারণার শিকার ছালেহা বেগম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার জন্য এই পেনশনের আমাদের পরিবারের একমাত্র সম্বল। টাকা হাতে পাওয়ার পর ওই টাকা গুনে দিতে এগিয়ে আসেন পাশে থাকা এক ব্যক্তি। তিনি এগিয়ে এসে বলেন, আপনি এত টাকা গুনতে পারবেন? দেন, গুনে দিই, ছিরা ফাটা দেখে দেই, টাকা এভাবে না নিয়ে কাগজে মুড়িয়ে নিতে হয়। পরে ওই টাকা গুনে দেয়ার পর আমার হাতে টাকার বদলে কিছু কাগজ দিয়ে ব্যাংক থেকে দ্রুত বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে কাগজের পোটলা খুলে দেখি টাকা নাই। আমি তার পিছনে পিছনে দৌড় দিলে তিনি সেখান থেকে সটকে পরে।

ওই নারী আরো বলেন, আমি সব সময়ই এই ব্যাংক থেকে টাকা তুলতে আসি।

সোনালী ব্যাংক ম্যানেজার জুত্যিময় সরকারের সাথে কথা হলে তিনি জানান, এবিষয়ে ব্যাংক শাখার কারও কোন কিছু করার নাই। তারপরে বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখার চেষ্টা করবো।

থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান জানান, টাকা প্রতারণায় বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আল মারুফ জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার হবে।

পত্রিকা একাত্তর / মোঃ হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news