নড়াইলে বিধবার শেষ সম্বল বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৩ মার্চ, ২০২২, ২ years আগে

নড়াইলে বিধবার শেষ সম্বল বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা

নড়াইল সদরের বিছালী ইউনিয়নের এক বিধবা অসহায় বাড়ি থেকে উচ্ছেদের নানা ফন্ধি ফিকির করেছেন ইউনিয়ান ভূমি অফিসের নায়েব ও এলাকার প্রভাবশালি ইন্দা মোল্যা ।

অভিযোগে জানা যায়,বিধবা আনজিলা বেগম তার মৃত স্বামীর রেখে যাওয়া ১০ শতক জমির উপর ৭০ বছর আগের তৈরী বসতবাড়িতে বাস করছেন। বিধবার শেষ সম্ভল এই বাড়িটি দখল নিতে এলাকার ইন্দ মোল্যা ও নায়েব আনন্দ কুমারের সহোযোগিতায় একটা জাল দলিল করে নীজের নামে রের্কড করে নিয়েছে।

আনজিলা বেগম বলেন সরকারের (খ) তফশিলে থাকা জমি আমার নামে করে দেয়ার কথা বলে নায়েব আনন্দ কুমার আমার কাছে ৭০ হাজার টাকা দাবী করেন । দেন দরবার

করে শেষ পর্যন্ত ৫০ হাজর টাকায় করে দিতে রাজি হন। একটা গরু ২৫ হাজার টাকা বিক্রি করি আর বাদী টাকা ধার দেনা করে দিয়েছি। ৫০ হাজার টাকা নেয়ার পর

নায়েব বলেন বাড়ি চলে যায় আপনদের পক্ষে সত্যি রির্পোট দিয়ে দেব। যেহেতু

বাড়ি এবয় জায়গা আপনাদের দখলে আছে ।

এরপর আমি বাড়িতে চলে আসি। কিছুদির পর জানতে পারি তিনি আমাদের পক্ষে সত্য

রির্পোট দেয়নি। ধারণা করছি প্রতিপক্ষ ইন্দ মেল্যার কাছ থেকে বেশী টাকা

পেয়ে নায়েব এমনটি করেছেন। এ ঘটনা জানার পর পুনরায় আবার নায়েবের সংগে দেখা

করে আমার দেয়া ৫০ হাজার টাকা ফেরত চাই। সে নানা অজুহাতে আমাকে ঘোরাতে থাকে । আমি গত দেড় বছর ধরে টাকার জন্য তার পিছু পিছু ঘুরছি। আমার টাকাও দেয়না, বাড়ি ঠিক করে দিচ্ছেনা। ধার করে এনে টাকা দিয়ে আমি এখন অসহায় জীবন যাপন করছি। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও সুব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

এবিষয়ে নায়েব আনন্দ কুমারের কাছে জানতে চাওয়া হলে তিনি টাকা লেনদেনের কথা

অস্বীকার করে বলেন বাড়ি আনজিলাদের দখলে আছে।

​​​​​পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news