বিশ্ব বন্যপ্রানী দিবস উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী সদর

৩ মার্চ, ২০২২, ২ years আগে

বিশ্ব বন্যপ্রানী দিবস উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বিশ্ব বন্যপ্রানী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করেছে উপকূলীয় বন বিভাগ। বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ১০টায় পটুয়াখালী সার্কিট হাউস এর সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা প্রশাসক দরবার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রোফরেষ্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আলমগীর কবির। তিনি বক্তব্যে বলেন বিশ্বব্যাংকের আর্থিক ও আইইউসিএন-এর কারিগরি সহযোগিতায় বন অধিদপ্তর ২০১৫ সালে 'রেড লিস্ট অব বাংলাদেশ' প্রকাশ করে।

রেড লিস্ট থেকে দেখা যাচ্ছে মিঠাপানির ২৬৬ প্রজাতির মাছের মধ্যে ৫৪ প্রজাতি,২২ প্রজাতির উভচরের মধ্যে ৮ প্রজাতি, ১২৭ প্রজাতির সরীসৃপের মধ্যে ৬৩ প্রজাতি,৬২৮ প্রজাতির পাখির মধ্যে ৪৭ প্রজাতি ১১৩ প্রজাতির স্তন্যপায়ীর মধ্যে ৪৩ প্রজাতির বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসকল প্রানিকুলকে রক্ষা করার জন্য আমাদের এখনই সচেতন হওয়া দরকার।

অন্যানের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, পটুয়াখালী পুলিশ সুপার নিয়ন্ত্রন কক্ষের অফিসার ইনচার্জ খন্দকার ফেরদৌস আহম্মেদ, পটুয়াখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আনোয়ার হোসেন।

পত্রিকা একাত্তর/ মিজানুর রহমান অপু

পরে এনিমেল লাভার্স ২০ স্বেচ্ছাসেবককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news