মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপনে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

৩ মার্চ, ২০২২, ২ years আগে

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপনে

দিনাজপুর পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদ্যাপনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১টায় দিনাজপুর পৌরভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র (ভারপ্রাপ্ত মেয়র) মোঃ আবু তৈয়ব আলী দুলাল। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লোকমান হাকিম, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন, মোঃ আব্দুল হানিফ দিলন, পৌরসভার সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ হাসান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন দেশবাসীকে বিশেষ করে তখনকার তরুন ও যুবকদের অনুপ্রাণিত করেছিল। আর এ কারণে তরুন ও যুবকরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধ না হলে আজ আমরা এই স্বাধীন দেশ পেতাম না ও এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগও পেতাম না।

প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনো ভুলবে না। মুক্তিযোদ্ধাদের রক্তে গড়া আজকের এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমাদেরকে দেশের উন্নয়নে জীবন বাজী রেখে কাজ করতে পারলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজন করে।

পত্রিকা একাত্তর/মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news