হরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

২ মার্চ, ২০২২, ২ years আগে

হরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়, সারাদেশের মতো এই শ্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টা ৩০মিনিটে হরিপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর করিম সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান। আলোচনা সমন্বয়কারী হিসেবে ছিলেন, উপজেলা নির্বাচন অফিস সহকারী কাম কম্পিউটার মোঃ সহিদুল হক ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে এসময় নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে আব্দুল মান্নান বলেন, ভোটার হওয়া একজন ব্যক্তির নাগরিক অধিকার ও কর্তব্য। তাই আঠারো বছর বয়স পুর্ণ হলেই প্রত্যেক নাগরিককে ভোটার হতে হবে। ভোটার তালিকায় নিবন্ধিত না হলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলেও অনেকে বাদ পড়েছেন। এসময় ভোটার দিবস পালিত হলে ভোট বিষয়ে সচেতনতাসহ ভোটদানে এ দেশে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, সারা দেশেই নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

পত্রিকা একাত্তর / জসিম উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news