আইন শৃংখলা বাহিনীর বাধা! বাড়ির মধ্যেই জেলা বিএনপির প্রতিবাদ সভা

নড়াইল জেলা প্রতিনিধি

২ মার্চ, ২০২২, ২ years আগে

আইন শৃংখলা বাহিনীর বাধা! বাড়ির মধ্যেই জেলা বিএনপির প্রতিবাদ সভা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশি বাধার কারণে বুধবার দুপুরে জেলা বিএনপির সাধারন সম্পাদকমো: মনিরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবেবক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষসেলিম ভূঁইয়া।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বেএবং সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথিরবক্তৃতা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সেলিম মিয়া,বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো: জাকির হোসেন,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,যুগ্ন সম্পাদক আলী হাসান,অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল,সৈয়দ হারুন অর রশিদ,সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মুস্তাফিজুর রহমান আলেক,সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ,জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান,সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল,কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ নবীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান,সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,সেক্রেটারি খন্দকার মাহমুদুল হাসান সানি।

প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির আজকের এ কর্মসূচি সাধারন জনগনের কর্মসূচি।দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণে বাজারে গিয়ে সাধারন মানুষের নভিশ্বাস ফেলতে হয়। ৭৪ এর দূর্ভিক্ষের পদধনি শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন,মানুষের কথা বলার অধিকার হরণ করেছে আওয়ামীলীগ সরকার।

ফ্যাসিষ্ট এ সরকার খুন,গুম ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে মানুষকে হয়রানিকরছে।জনরোষে পড়ে আওয়ামীলীগের নেতা-কর্মীরা পালানোর সুযোগও পাবে না। সেদিন আর বেশি দূরে নয় ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়ে বিএনপি দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news