সাপাহারে মুকুলধারী আম বাগান কেটেছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, নওগাঁ

২ মার্চ, ২০২২, ২ years আগে

সাপাহারে মুকুলধারী আম বাগান কেটেছে দুর্বৃত্তরা

নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে এক আমচাষীর তিন বিঘা লিজকৃত জমির মুকুলধারী প্রায় ৪শত আমগাছ কেটে অপুরণীয় ক্ষতি করেছে দূব্যৃত্তর দল। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের জৈনক আবুল কাশেম এর আমবাগানে ঘটনাটি ঘটেছে।

বাগান মালিক আমচাষী কাশেম জানান জানা মতে আমার কোন শত্রু নেই আমের মৌসুম শুরুর প্রাক্কালে কে আমার এধরণের ক্ষতি করেছে তা বুঝতে পারছিনা। তিন বছর পূর্বে গ্রামের খেটে খাওয়া কৃষক কাশেম জৈনক ব্যক্তির নিকট হতে এই তিন বিঘা জমি লিজ নিয়ে তাতে আমবাগান তৈরী করেন। জমি হতে কোন মুনাফা না পেয়ে দুই বছরের কিস্তির টাকা জমির মালিককে পরিশোধ করেছেন। এবারে প্রথম গাছে আম পাওয়া যেত মুকুলও এসেছিল গাছ ভরে আবহাওয়া অনুকুলে থাকলে ওই জমি হতে এবারে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার আম তিনি পেতেন বলে আশা করেছিলেন। কিন্তু শুরুতে এসেই কে যেন তার এতবড় সর্বনাশ করে বসল। বর্তমানে বাগানে কাটা আমগাছগুলি দেখে কাশেম হাহুতাশ করে দু:চিন্তায় ভুগছেন।

এবিষয়ে দুপুরের দিকে স্থানীয় থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পত্রিকা একাত্তর/তোফায়েল আহমেদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news