কলেজছাত্রী প্রিয়তা হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জ বসুরহাটে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

১ মার্চ, ২০২২, ২ years আগে

কলেজছাত্রী প্রিয়তা হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জ বসুরহাটে মানববন্ধন

নোয়াখালী,কোম্পানীগঞ্জের সরকারী মুজিব কলেজের ছাত্রী শাহানাজ আক্তার প্রিয়তাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে কোম্পানীগঞ্জ উপজেলা,বসুরহাট পৌরসভা ও সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার সকাল ১১ টার সময় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

উপস্থিত ছিলেন, হাজারীহাট বিএম কলেজের অধ্যক্ষ সুলতান আহম্মদ চৌধুরী বাবুল,উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ।

১নং সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন,২নং চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন,বামনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন,বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্না,বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ হামিদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়,সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময় প্রমূখ।

এই সময়ে প্রধান অথিতি'র বক্তব্য মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে ওসি, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান সবাই এই খুনের সাথে সম্পৃক্ত তারা কোম্পানীগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে দিন দিন কোম্পানীগঞ্জের অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। আইন-শৃংখলার অবস্থার অবনতি হচ্ছে। তিনি আরো বলেন, অটোরিকশা চালক বলরাম হত্যার সাথে পুলিশের সম্পৃক্ততা রয়েছে। আমরা এখন পর্যন্ত বলরাম হত্যার বিচার পাইনি। অটোরিকশা চুরির সময় জনতার হাতে পুলিশ আটক হয় এটাই তার প্রমান করে। দিন দিন কোম্পানীগঞ্জে যে হারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে আর কত মা বোনকে হারালে আমরা এর বিচার পাবো। এর আগেও সাংবাদিক মুজাক্কির ও সিএনজি চালক আলাউদ্দিনের হত্যার বিচার আমরা পাইনি। প্রিয়তার হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে না হলে কোম্পানীগঞ্জে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এই সময় মেয়র আব্দুল কাদের মির্জা দরিদ্র প্রিয়তার বাবাকে ৫০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এবং পরবর্তীতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি পরিত্যক্ত স্থান থেকে শাহানাজ আক্তার প্রিয়তা (২১) নামে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে একটি বেসরকারি হাসপাতালের শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ছিলেন। শাহানাজ আক্তার প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট এলাকার নবী হোসেনের মেয়ে। তিনি বসুরহাট সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী।

পত্রিকা একাত্তর/আবু সাঈদ শাকিল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news