ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সহযোগিতায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সহযোগিতায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ‘বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন’ এর সহযোগিতায় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮শে ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার ডোমার বাজার বাটার মোড়ে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সহযোগিতায় অতিরিক্ত বিশেষ ক্যাম্পে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনজারুল হক, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, স্বাস্থ্য সহকারী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সউদ-বিন-আল সাফা সজীব প্রমূখ।

উল্লেখ্য, গত ২৬শে ফেব্রুয়ারী করোনার গণটিকা কার্যক্রমের শেষদিন থাকলেও পরবর্তীতে তা আরও দুইদিন বাড়ানো হয়। ডোমারে এখন অব্ধি প্রায় ৯০ ভাগ জনগণ করোনা টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news