আমতলীতে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, আমতলী

২৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

আমতলীতে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম

আমতলীতে কাতার প্রবাসী ও তার স্ত্রীকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত স্ত্রীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঐ প্রবাসীর নাম মোঃ আল মামুন ও তার স্ত্রী সালমা বেগম।ঘটনাটি ঘটেছে উপজেলার আঠারোগাছিয়া গ্রামে।

জানাগেছে, কাতার প্রবাসী আল মামুন তার জমিতে মুগডাল রোপন করে। কিন্তু তার অভিযোগ ঐ ক্ষেতের ডাল তার বড়ভাই জাহাঙ্গির হাওলাদার তুলে এনে গরুকে খাওয়াচ্ছিল। এতে তিনি প্রতিবাদ করেন। যথা কারনে বড়ভাই ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মামুনকে মারধর শুরু করে। স্বামীকে মারের হাত থেকে বাঁচাতে স্ত্রী সালমা বেগম এগিয়ে গেলে তাকেও ইট দিয়ে জখম করে। পরে আহত সালমা বেগমকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং আহত মামুনও চিকিৎসা নিচ্ছেন। আহত সালমা বেগম বলেন, আমার স্বামী কাতার থাকা সময়ে তুচ্ছ ঘটনায় ভাসুর এবং শশুরসহ বাড়ীর লোকজন আমাকে কয়েকবার মারধর করেছে।

মারধরের সময় আমার চাচা শশুর প্রয়াই বলে 'ওরে মারলে কি হবে? ওর কে আছে?'

আমতলী থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই মোঃ ইউনুস আলী ফকির বলেন, এখনও অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পত্রিকা একাত্তর/ আবু সালেহ মুসা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news