অতিদরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থানে স্বচ্ছতার এক অনান্য উদাহরন দৌলতপুর ইউনিয়ন

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

২৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

অতিদরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থানে স্বচ্ছতার এক অনান্য উদাহরন দৌলতপুর ইউনিয়ন

ঝিনাইদাহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৪০ দিনের অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্বচ্ছতার এক নজির স্থাপন করেছেন।

তিনি বলেন এই প্রকল্পে ২৩৭ জন অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকারি বিধি মেনে নিয়োগ প্রদান করা হয়েছে। আমাদের উপজেলা প্রতিনিধি গবরাপাড়া গ্রামে একটি সাইট পরিদর্শনে গিয়ে তালিকায় থাকা ৪০ জন শ্রমিককে শতভাগ উপস্থিত দেখতে পান এবং তারা বলেন তাদের প্রত্যেকের নামে নগদে এ্যাকাউন্ট খোলা হয়েছে। যা এই উপজেলার কোন ইউনিয়ন করতে পারে নাই।

এ বিষয়ে উপজেলা পিআইও জামালউদ্দিন বলেন আনেক ইউনিয়নে আমরা সকল শ্রমিকদের নগদ এ্যাকাউন্ট খুলতে পারি নাই কারন একটায় শ্রমিকদের ন্যাশনাল আইডির সাথে মোবাইল সিম ম্যাসিং হচ্ছে না কিন্তু এ ক্ষেত্রে দৌলতপুর ইউনিয়ন একশো ভাগ সফলতা দেখিয়েছে। দৌলতপুর ইউনিয়নবাঁশি তাদের নবাগত চেয়ারম্যানের এই ধরনের ভালো কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

পত্রিকা একাত্তর/মাহফুজুর রহমান উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news