রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর (ট্রানজিট) কার্যক্রম বাস্তবায়নের দাবিতে দোকানপাট একঘন্টা বন্ধ!

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

২৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর (ট্রানজিট) কার্যক্রম বাস্তবায়নের দাবিতে দোকানপাট একঘন্টা বন্ধ!

ত্রি-দেশীয় ট্রানজিট চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপ দিতে আন্দোলনে একাত্বতা ঘোষনা করেছেন রহনপুরের ব্যবসায়ী সমিতিগুলো। রেলবন্দর বাস্তবায়ন পরিষদ কতৃক গৃহীত চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার ২৬ ফেব্রুয়ারি সকাল ০৯ টা থেকে ১০ টা পর্যন্ত ০১ ঘন্টা রহনপুর পৌর এলাকার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এর প্রতিবাদ জানান।

কর্মসূচি চলাকালে রহনপুরের সমস্ত দোকানপাট স্বতঃস্ফূর্তভাবে বন্ধ ছিল। শুধুমাত্র খাবারের দোকান ও ঔষধের দোকান খোলা ছিল। রেলবন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে সমগ্র রহনপুর পৌর এলাকায় বাইক যোগে বিভিন্ন মার্কেট পরিদর্শন করা হয়। দোকানপাট বন্ধের কার্যক্রম পরিদর্শন কালে ব্যবসায়ীগণ চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। কর্মসূচির সমর্থনে রেলস্টেশন চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

নাজমুল হুদা খান রুবেলের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন আসাদুল্লাহ আহমদ, দেলোয়ার হোসেন বুলবুল, সেরাজুল ইসলাম টাইগার, তৌহিদুজ্জামান বাবু, হাবিবুর রহমান প্রমুখ। পথসভা থেকে চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আগামী ১ মার্চ মঙ্গলবার রহনপুরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news