ডোমারে ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচির উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচির উদ্বোধন

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ‘একদিনে এক কোটি’ টিকাদান লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬শে ফেব্রুয়ারী) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র সার্বিক ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন—স্বাস্থ্য অধিদপ্তরের এমওডিজি ডা. মোস্তফা মঈন উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ টিকাবাহী গাড়ি ডোমারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সাধারণ মানুষের দোরগোড়ায় টিকা নিয়ে গেছে। যাতে করে সকল স্তরের মানুষের জন্য টিকা গ্রহণ সহজতর হয়। এছাড়া ডোমারের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটবাজার এবং রাস্তার মোড়ে অস্থায়ী টিকাদান ক্যাম্পে জনসাধারণকে দেয়া হচ্ছে করোনার টিকা। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্র সহ শিল্পকলা একাডেমিতে চলছে নিয়মিত টিকাদান কার্যক্রম।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news