নীলফামারীতে বাশিস’র জেলা কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নীলফামারীতে বাশিস’র জেলা কমিটি গঠন

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর নীলফামারী জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে ডোমার উপজেলার ৪ শিক্ষক জায়গা করে নিয়েছেন।

শুক্রবার (২৫শে ফেব্রুয়ারী) নীলফামারীতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. আব্দুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাশিস’র কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম।

মতবিনিময় সভা শেষে নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে নীলফামারী রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মহাফিজুর রহমান খানকে সভাপতি ও ইটাখোলা কালীতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধীর চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে ডোমার উপজেলার ৪ জন শিক্ষক হলেন—বাশিস’র জেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি পদে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, যুগ্ম-সাংস্কৃতিক সচিব পদে নিমোজখানা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বিনয় কুমার রায়, যুগ্ম-শিক্ষা বিষয়ক সচিব পদে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন-অর-রশিদ এবং তথ্য সচিব পদে হরিণচড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আল নুর ফারুক।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news