রহনপুর রেলবন্দর নিয়ে বৃহৎ আন্দোলনের রুপ ধারন করতে যাচ্ছে, দাবি নই অধিকার আদায়ের লক্ষ্যে !

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

২৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

রহনপুর রেলবন্দর নিয়ে বৃহৎ আন্দোলনের রুপ ধারন করতে যাচ্ছে, দাবি নই অধিকার আদায়ের লক্ষ্যে !

বৃটিশ আমলের প্রাচীন রেলপথ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর। ত্রি-দেশীয় বানিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রেলপথ। রেলওয়ে পশ্চিমাঞ্চলের কিছু অসাধু কর্মকর্তা রহনপুর রেলস্টেশন কে অকার্য করার চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে আন্দোলনকারীরা দাবী করছেন।

এদিকে গত ২২ জানুয়ারি রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট এর আয়োজনে এ ০৩ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ জানুয়ারি রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার, চীফ কর্মাশিয়াল ম্যানেজার, এস্টেট অফিসারসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, সাবেক উপজেলা চেয়াম্যান বাইরুল ইসলাম, সাবেক পৌর মেয়র তারিক আহমেদ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিসহ রেলবন্দর বাস্তবায়ন পরিষদ এর নেতৃবৃন্দ তাদের সাথে মতবিনিময় করেন এবং রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর সম্প্রসারনের দাবী জানানো হলেও এটি আমনুরায় অল্প খরচেই সম্ভব বলে জিএম নেতৃবৃন্দকে সাব সাব জানিয়ে দেন তখন থেকেই সন্দেহের দানা বাঁধতে শুরু করে।

এদিকে গত ১৪ ফেব্রুয়ারি রেল ভবনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি, রেল মন্ত্রনালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার এর সাথে সাক্ষাৎ করেন চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, ভারত-বাংলাদেশ চেম্বারসের জয়েন্ট সেক্রেটারি আবদুল ওয়াহেদ, সাবেক মেয়র তারিক আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন,যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার, ব্যবসায়ী আব্দুস সালাম তুহিন, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, ইয়াহিয়া খান রুবেল, পারভেজ শেখ প্রমুখ।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি নেতৃবৃন্দকে আশ্বস্ত করলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে আমনুরাতেই পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপন করা হবে। এসব প্রচারিত সংবাদে হতাশ হয়েছে গোমস্তাপুর-নাচোল এবং ভোলাহাট এর সর্বস্তরের জনগণ।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে ক্ষোভ এবং বিক্ষোভে আন্দোলনের রূপ ধারণ করতে যাচ্ছে রহনপুর। এরই আলোকে গত ২৪ ফেব্রুয়ারি হাজার হাজার মানুষের সমাগম শত-শত ব্যানার নিয়ে মানববন্ধন করেছে দল-মত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী মানুষ এবং সাংবাদিক সংস্হাগুলো। গতকালের এই মানববন্ধনই প্রমান করে এটি দাবি নয় অধিকার।

রেলবন্দর বাস্তবায়ন পরিষদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ০৯টা থেকে ১০টা পর্যন্ত ০১ ঘন্টা রহনপুরের সকল দোকানপাট বন্ধ রাখবে ব্যবসায়ীরা।

উল্লেখ্য যে, বিগত ২০১৪-২০১৫ অর্থবছর হতে ২০২১-২০২২ অর্থবছরের জানুয়ারি (৮ টি অর্থবছর) পর্যন্ত রহনপুর রেলওয়ে স্টেশনে আদায়কৃত রাজস্বের পরিমাণ ২৫১ কোটি ৫৬ লক্ষ ২৪ হাজার ৯০১ টাকা এছাড়াও রহনপুর কাস্টমস কর্তৃক রাজস্ব আদায়ের পরিমাণ ১৬৯ কোটি ৩৫ লক্ষ ৯৭ হাজার ৭৫০ টাকা।

কয়েকশো কোটি টাকা সরকারের রাজস্ব আদায় হলেও কিছু অসাধু রেলের কর্মকর্তার কারণে রহনপুরের এই ট্রানজিট পয়েন্ট কে আমনুরায় স্থানান্তর করার অনিয়ম তান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন গোমস্তাপুর- নাচোল এবং ভোলাহাটবাসী।

পত্রিকা একাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news