নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক যৌথ কর্মশালা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক যৌথ কর্মশালা

নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়নে ‘নারীর অধিকার অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ’ শীর্ষক যুক্ত প্রকল্পের এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর আয়োজনে ও নেটজ (NETZ) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল রানা।

এসময় বক্তব্য রাখেন—শালমারা বিএন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুকুল চন্দ্র রায়, হরিণচড়া ইউপির স্বাস্থ্য পরিদর্শক গোফরান ইসলাম, সাংবাদিক নুরকাদের সরকার ইমরান, ইউপি সদস্য মাহবুব আলম, আজিজুল ইসলাম, তরিকুর ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য প্রতিমা রানী রায়, রেনুকা রানী, ঝর্না বেগম, লুৎফর রহমান, নরেশ চন্দ্র রায়, মানব কল্যান পরিষদের ফিল্ড ফ্যাসিলেটর রানী প্রমূখ। বক্তারা বলেন, ইউনিয়নে বাল্য বিবাহ, নারী নির্যাতন, স্বাস্থ্য, ইউনিয়ন পরিষদের সেবা, বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news