দাবী নই অধিকার আদায়ের লক্ষ্যে বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

দাবী নই অধিকার আদায়ের লক্ষ্যে বিশাল মানববন্ধন

বাংলাদেশ-ভারত-নেপাল ত্রি-দেশীয় বানিজ্য রেল রুট চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরকে পূর্ণাঙ্গ ট্রানজিট (রেলবন্দর) বাস্তবায়ন করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রহনপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রেলবন্দর বাস্তবায়ন পরিষদ গোমস্তাপুর- নাচোল- ভোলাহাট এর আয়োজনে এ বিশাল মানববন্ধনে দল-মত-নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের পেশাজীবি মানুষের অংশগ্রহণে গণমানুষের অধিকার আদায়ের দাবীতে রহনপুর পৌর এলাকা লোকে লোকারণ্য হয়ে পরে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা বাইরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, সাবেক মেয়র তারিক আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, সাংবাদিক আসাদুল্লাহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনারদী, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিহা শবনম কেয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয়, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষে সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল‌,আমানুল্লাহ আল মাসুদ।

সভাপতিত্ব করেন রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে পূর্ণাঙ্গ রেল ট্রানজিট (রেলবন্দর) এর ট্রানশিপমেন্ট (লোড-আননলোড) সুবিধা, অবকাঠামো নির্মান, ইয়ার্ড বৃদ্ধি, ওয়্যারহাউস নির্মান,ওয়াশিং প্লান্ট তৈরি ইত্যাদীর দাবী জানালেও এখন পর্যন্ত কোন ব্যবস্হা গ্রহন করা হয়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ৩ উপজেলার সর্বস্তরের জনগণ।

পত্রিকা একাত্তর/ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news