ডোমারে পুরোদমে চলছে টিকাদান কার্যক্রম, শতভাগ টিকার আওতায় আনার চেষ্টা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৩ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে পুরোদমে চলছে টিকাদান কার্যক্রম, শতভাগ টিকার আওতায় আনার চেষ্টা

করোনাভাইরাস (কোভিড-১৯) প্র‍তিরোধে নীলফামারীর ডোমার উপজেলায় চলছে পুরোদমে টিকাদান কার্যক্রম। উপজেলার শতভাগ নারী ও পুরুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কমপ্লেক্স চত্বরের স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ম, ২য় ও বুস্টার ডোজ প্রদান হলেও বিভিন্ন হাটবাজারে চলছে অনলাইন রেজিস্ট্রেশন ব্যতীতই টিকাদান। অন্যদিকে, উপজেলা শিল্পকলা একাডেমিতে চলছে ১২–১৭ বছর বয়সী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের ২য় ডোজের টিকাদান কার্যক্রম।

ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, এযাবৎ প্রায় ২৬ হাজার শিক্ষার্থী ১ম ডোজের টিকা গ্রহণ করেছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। অন্যদিকে গত ২ দিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে পুরোদমে চলছে টিকাদান। ডোমার বাজারে গত দুইদিনে হাজারের উপরে মানুষ টিকা গ্রহণ করেছে। আগামী ২৬শে ফেব্রুয়ারীর পর আর কেউ ১ম ডোজের টিকা পাবেন না, তাই এমন কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news