ডোমারে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল’র ১৬৫ তম জন্মদিন পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল’র ১৬৫ তম জন্মদিন পালিত

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল–এর ১৬৫ তম জন্মদিন ও বিপি দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করেছে ডোমার উপজেলা শাখা বাংলাদেশ স্কাউটস।

​মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারী) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন—বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা।

এসময় ডোমার উপজেলা স্কাউট লিডার ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখছেন—বাংলাদেশ স্কাউটসের নীলফামারী জেলা কমিশনার বিনয় রায়, ডোমার শালকী মুক্ত মহাদলের সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, উপজেলা কাব লিডার প্রভাত কর্মকার, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাবেদুল ইসলাম সানবীম, সহকারী কমিশনার দৌলতন নেছা, মোজাম্মেল হক, মিনু বেগম, নাজিরা ফেরদৌসী চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে স্কাউট তালির মাধ্যমে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। সেইসাথে স্কাউট আন্দোলনের ভূমিকা, তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক স্কাউট, গার্লস গাইড, কাব সদস্যদের তথ্য প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ১৮৫৭ সালের ২২শে ফেব্রুয়ারী গিলওয়েলে জন্মগ্রহণ করেন স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল (বিপি)। ১৯০৭ সালে ২০ জন বালক নিয়ে স্বেচ্ছাসেবী কাজের জন্য পরীক্ষামূলক ভাবে স্কাউট আন্দোলন বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করান ব্যাডেন পাওয়েল। ১৯৪১ সালের ৮ই জানুয়ারী ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

বিশ্ব স্কাউট সংস্থা (WOSM) ১৯৭৪ সালের ১লা জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। তবে ১৯৭৮ সালের ১৮ জুন পঞ্চম জাতীয় কাউন্সিল সভায় এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। মেয়েদের সুযোগ দেওয়ার লক্ষ্যে জাতীয় কাউন্সিল ১৯৯৪ সালের ২৪ মার্চ একাদশ সভায় বিশ্ব স্কাউট সংস্থার অনুমোদনক্রমে গার্ল-ইন-স্কাউটিং চালু করে বাংলাদেশে। বর্তমানে কাব স্কাউট (৬–১১ বছর বয়সী), স্কাউটস (১২–১৭ বছর বয়সী) ও রোভার স্কাউটস (১৮–২৫ বছর বয়সী) এই ৩টি শাখায় পরিচালিত হচ্ছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news