জাতীয় স্মৃতিসৌধে ভাঙচুর, আহত ৩০, আটক ২০

সাভার প্রতিনিধি

২২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

জাতীয় স্মৃতিসৌধে ভাঙচুর, আহত ৩০, আটক ২০

সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে না পারায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে শতাধিক বহিরাগত লোকজন। এসময় পুলিশ,আনসার সদস্য স্থানীয় লোকজনের ত্রি-মুখী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।

বিকালে আশুলিয়ার নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধে এঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করেছে পুলিশ।

আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন,করোনা ভাইরাসের কারণে ১৩ জানুয়ারি ২০২২ থেকে স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। পরে আজ বিকেলে অর্ধশতাধিক বহিরাগত লোকজন স্মৃতিসৌধে প্রবেশের জন্য স্মৃতিসৌধের দুটি গেটে ভীড় করেন। এসময় স্মৃতিসৌধের গেটে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যরা তাদেরকে স্মৃতিসৌধে প্রবেশে বাধা দিলে শতাধিক বহিরাগত লোকজন স্মৃতিসৌধের গেট ভাঙচুর করে স্মৃতিসৌধের ভীতরে প্রবেশ করে আবারও ভাঙচুর শুরু করেন।

এসময় স্মৃতিসৌধের দায়িত্ব পালনরত পুলিশ,আনসার সদস্য বহিরাগতদের ত্রি-মুখী সংঘর্ষে আনসার,পুলিশ ও বহিরাগত লোকজনসহ অন্তত ৩০ জন আহত হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২০ জন যুবককে আটক করেছে।

আশুলিয়া থানা পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ২০ জনকে আটক করেছে। তবে তাদেরকে এখনও থানায় সোপর্দ করেনি। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পত্রিকা একাত্তর/ সোহাগ হাওলাদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news