নন্দীগ্রামে নিজ হাতে মাঠ পরিষ্কার করে আলোচনায় ইউএনও শিফা নুসরাত

উপজেলা প্রতিনিধি, নন্দিগ্রাম

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নন্দীগ্রামে নিজ হাতে মাঠ পরিষ্কার করে আলোচনায় ইউএনও শিফা নুসরাত

বগুড়ার নন্দীগ্রামে নিজ হাতে মাঠ পরিষ্কার করে আলোচনায় এসেছেন ইউএনও শিফা নুসরাত।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ শিশু পার্ক সহ সকল এলাকা কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য করেন তিনি। সোমবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শিশু পার্কে উপস্থিতি ছাত্র-ছাত্রীদের নিয়ে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।

এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) রায়হানুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বলেন, বিদেশ দেখোনি কত সুন্দর, কেন জানো পরিচ্ছন্ন ওখানে, কেউ যদি বাহিরে একটা ময়লা ফেলে ওটা ফেলবেই না কারণ ছোট বেলা থেকেই ওটা শেখানো হয়েছে। আমি আশা করবো তোমরা এখন থেকে মাঠে এসে যদি দেখো ময়লা বা কাগজ পড়ে আছে সেটা তোমরা অবশ্যই আমার মত ডাস্টবিনে ফেলে দিবে। আগামী ২২ শে ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলবে, সকলকে ২২/২৩/২৪ তারিখে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিজরুলে ২য় ডোজ টিকা দিয়ে স্কুল কলেজে যাওয়ার পরামর্শ দেন তিনি।

পত্রিকা একাত্তর/ আব্দুল আহাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news