ডোমারে নৃত্য কর্মশালা’র সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে নৃত্য কর্মশালা’র সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত

লোকনৃত্য, সাধারণ নৃত্য ও কথক নৃত্য বিষয়ে নীলফামারীর ডোমারে চারদিন ব্যাপী নৃত্য কর্মশালা–২০২২ এর সমাপনী অনুষ্ঠান ও কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯শে ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার স্পন্দন নৃত্য একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত চারদিন ব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার নীলশতদল খেলাঘর আসরের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ডোমার উপজেলা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, হরিণচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম লাকী, বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী ও ডোমারের প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক মো. আনিস রহমান, বিটিভির আরেক নিয়মিত নৃত্যশিল্পী ও প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক মো. ফেরদৌস প্রমুখ।

চারদিন ব্যাপী নৃত্য কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী ও পরিচালক এবং ঢাকা নৃত্য কথা একাডেমীর পরিচালক ও নৃত্য প্রশিক্ষক লিখন রায়।

উল্লেখ্য, গত ১৬ই ফেব্রুয়ারী ডোমার নাট্য সমিতি মিলনায়তনে নৃত্য কর্মশালা–২০২২ এর উদ্বোধন করা হয়। এতে ৩০ জন ক্ষুদে নৃত্যশিল্পী অংশগ্রহণ করে নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করেন।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news