জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের শিকার সাংবাদিক ও সেনা কর্মকর্তা

সাভার প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের শিকার সাংবাদিক ও সেনা কর্মকর্তা

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দৈনিক সকালের সময় পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আহমেদ জীবন সহ তার বন্ধু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন গিয়াস ছিনতাইয়ের কবলে পড়েছেন।

শুক্রবার আনুমানিক রাত ৯ টায় ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেটের সামনে তিনি ছিনতাইয়ের কবলে পড়েন।

পিস্তল ঠেকিয়ে ভয় ভীতি প্রদর্শন করে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ অর্থ হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় তাদের মারধরও করা হয়।

শনিবার(১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক আহমেদ জীবন জানান, শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেটের সামনে ছিনতাইকারীর কবলে পড়ি। আমার ব্যবহৃত মোবাইল, মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় চারজন ছিনতাইকারী। এ সময় আমার বন্ধু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন গিয়াস সঙ্গে ছিলেন। ছিনতাইকারীরা পিস্তল ও চাপাতি দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে আমাদের জিম্মি করে। বন্ধু গিয়াসের সাথে থাকা নগদ অর্থ হাতিয়ে নেয় তারা। মারধরের এক পর্যায়ে বাঁচানোর আকুতি করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেটে দায়িত্বরত নিরাপত্তা কর্মী সাহারুল ও তার সঙ্গীরা আমাদের উদ্ধার করেন। তাদের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারিতে প্রবেশ করে পালিয়ে যায় ছিনতাইকারীরা

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পত্রিকা একাত্তর/ সোহাগ হাওলাদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news