সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এই স্লোগানকে সামনে রেখে এবং সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ওপেন হাউজ ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে থানা চত্ত্বরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের নিরাপত্তায় পুলিশবাহিনি কাজ করছে। এই ওপেন হাউজ ডেতে উপস্থিত অতিথি ও জনপ্রতিনিধিগণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা অবশ্যই এসব সমস্যা গুলো সমাধানে কাজ করবো।

তিনি বলেন, এই সমাজকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই আসুন আমরা সবাই মিলে কাজ করি। তাহলে মাদক, জুয়া, বাল্যবিবাহসহ যেসব অপরাধমূলক কাজগুলো সমাজকে ধ্বংস করছে সেগুলো বন্ধ করা যাবে। এসব অপরাধ গুলো বন্ধ হলে সমাজটি সুন্দর হবে। আমরা কাজ করতে চাই, সবাই আমাদেরকে সহযোগিতা করুন। অবশ্যই আমরা আপনার পরিচয় গোপন রাখব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মির্জ তারেক আহম্মেদ বেগ, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার।

এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, সদরের শুখানপুকুরী ইউনিয়নে চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।এই অনুষ্ঠানে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ বক্তব্য দেন।

পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ আল সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news