ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভ্যাকসিন নিতে ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভীড়

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

১৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভ্যাকসিন নিতে ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভীড়

বৃহস্পতিবার ১৭ (ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টিকা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভীড়। দেখার যেন কেউ নেই!!

যেখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে - করোনার সংক্রমন রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। কিন্তু এই টিকা কেন্দ্রে এই দুটো সিদ্ধান্ত কেউ মানছে না। গাদাগাদি করে ছাত্র-ছাত্রীরা লাইন ধরে অপেক্ষা করছে ভ্যাকসিন নেয়ার জন্য। আশঙ্কা করছি- এই টিকা কেন্দ্র থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হতে পারে।

মোঃকুলসুম (গড়েয়া ডিগ্রী কলেজ) তিনি বলেন করোনার টিকা এভাবে না দিয়ে যদি নিজ নিজ প্রতিষ্ঠান দেওয়া হত তাহলে আমাদের জন্য অনেক উপকার হত।

মাইশা চৌধুরী (গার্লস স্কুল গড়েয়া) এভাবে করোনার টিকা নিলে এই টিকা কেন্দ্র থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হতে পারে।

আরজিনা (বালিয়া এম বি এস সি উচ্চ বিদ্যালয়) সকাল সাতটায় করোনার টিকা নিতে এসেছি এখন পর্যন্ত লাইনে আছি জানিনা কখন করোনা টিকা পাব তবে এতে আমাদের কতটা উপকার হবে তা আসলে আমাদের জানা নেই।

তাপস রায় (ঢাটির হাট উচ্চ বিদ্যালয়) টিকাকেন্দ্রে এসে গরুর মত পিটুনী খেতে হচ্ছে আর আমাদের ওপর করা হচ্ছে লাঠিচার্জ এর চাইতে আমাদের ঠিকানা নেওয়াটা উত্তম ছিল।

জসিম (আলিয়া মাদ্রাসা) আজ পর্যন্ত আমি তিনবার টিকা নিতে আসলাম এর আগেও নিতে পারেনি জানিনা আসতে পারবো কিনা টিকা নিয়ে আমাদের কতটা উপকারে আসবে তাও আমার সঠিক জানা নেই তবে স্যার নিতে বলেছে টিকা তাই নিচ্ছি।

ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগের উচিত বিষয়টি নিয়ে ভাবা। প্রয়োজনে জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা গ্রহণ করুন।

পত্রিকা একাত্তর/আব্দুল্লাহ আল সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news