নীলফামারীতে কারেন্টের আগুনে ১৬ টি ঘর পুরে ছাই

নীলফামারী জেলা প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নীলফামারীতে কারেন্টের আগুনে ১৬ টি ঘর পুরে ছাই

নীলফামারীতে কারেন্টের আগুনে আগুনে পুড়ে চাই ৬ টি পরিবারের ১৬ টি ঘর। আজ বুধবার (১৬ই ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫ টার দিকে নীলফামারী সদর উপজেলার নীলফামারী (নটখানা) দক্ষিণ দাস নামক স্হানে এই অগ্নি কান্ডটি ঘটে।এ সময় অসহায় ৬ টি পরিবারের ১৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং সবকিছু হারিয়ে নিস্ব হয়েছে ৬ টি পরিবার।

সরজমিনে গিয়ে ক্ষতিগ্রহস্ত ভারত দাস, নিরত দাস, প্রেমদাস, রামদাস, ফাগুনা দাস ও মিঠুন দাসের সাথে কথা হলে তারা জানান বিকেল ৫ টার দিকে মিঠুন দাসের ছেলে ঘরে মোবাইল চার্জ দিতে গেলে মোবাইলের চার্জার বাস্ট হয়ে আগুন ধরলে মিঠুনের ছেলে আগুন বলে শব্দ করা মাত্র মুহুতেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায় আর এই অগ্নিকান্ডে আমাদের ৬টি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৩ লাখ টাকা।

ঘটনাস্থলে উপস্থিত নীলফামারী ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক আমীরুল ইসলাম জানান, আমরা বিকেল ৫ টা ১০ মিনিটে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি যে সদর উপজেলার নীলফামারী (নটখানা) গ্রামে কারেন্টের আগুন লেগেছে তখন আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি কিন্তু রাস্তা না থাকার কারনে ঘটনাস্হলে আমাদের গাড়ি আসতে একটু দেড়ি হয় আর এক ঘন্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, আমরা প্রাথমিক ধারনা করছি যে অগ্নিকান্ডটির সুত্রপাত হয়েছে সটসার্কিট থেকে।

পত্রিকা একাত্তর/মোঃ সাইদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news