হরিপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

হরিপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাণিসম্পদ ও ডেইড়ি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর ব‍্যাবস্থাপনায় দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী সভা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।

গতকাল বুধবার হরিপুর প্রাণিসম্পদ ও এলডিডিপির আয়োজনে সকাল সাড়ে ১০ টায় প্রাণিসম্পদ অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৩বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, খামারি আমিরুল ইসলাম প্রমুখ।

উক্ত প্রদর্শনীতে ২৫ টি স্টল অংশগ্রহণ করেন এতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়েছিল।

প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারিদের স্টল পরিদর্শনের মাধ্যমে যাচাই-বাছাই করে খামারিদের পুরস্কৃত করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ জসিম উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news