তিনদিন পর মায়ের কোলে ফিরলো শিশু সাকিব

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

তিনদিন পর মায়ের কোলে ফিরলো শিশু সাকিব

পাটগ্রাম থেকে হাতীবান্ধায় এসে হারিয়ে যাওয়ার তিনদিন পর মায়ের কাছে ফিরে গেল ১০ বছরের শিশু সাকিব।

গত রোববার (১৩ ফেব্রুয়ারী) হাতীবান্ধা উপজেলায় শাহ গরীবুল্লাহ (রাঃ) এর ৮১তম বাৎসরিক ইছালে সওয়াবে এসে পথ ভুলে হারিয়ে যায় পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে সাকিব (১০)।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারী শাহ গরীবুল্লাহ (রাঃ) এর ইছালে সওয়াব শেষে বোনের বাড়ি পাটিকাপাড়া যাওয়ার সময় পথ ভুলে বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবি এলাকায় চলে আসে।

রাস্তার পাশে কান্নাকাটি শুরু করলে দোলাপাড়া বন্ধু শিশু ফোরামের সদস্য সচিব আজিজুল ইসলাম তাকে কান্নার কারন জানতে চান।

শিশু সাকিব সঠিকভাবে বাড়ির ঠিকানা বলতে না পারায় আজিজুল ইসলাম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পার্টনার অর্গানাইজেশন উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) কর্মী আলী আহমেদ বসুনিয়াকে অবগত করেন।

ইউএসএস কর্মী আলী আহমেদ বসুনিয়া শিশুটির নিরাপত্তার জন্য আজিজুল ইসলামের বাড়িতে রাখতে বলেন এবং সেই সাথে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের ব্যাপারে কাজ শুরু করেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বড়খাতা ইউনিয়ন পরিষদে আসেন এবং শিশু ফোরামের সদস্য এবং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের মাধ্যমে শিশু সাকিব (১০) তার মা-বাবার সঙ্গে বাড়ি ফিরে গেছে।

উল্লেখ যে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন বন্ধু শিশু ফোরাম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার মাধ্যমে এলাকায় শিশু বিবাহসহ সকল প্রকার সহিংসতা বন্ধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

পত্রিকা একাত্তর /লুৎফর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news