নৃত্যশিল্পী ও পরিচালক লিখন রায়ের আগমনে ফুলেল শুভেচ্ছা ও বরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নৃত্যশিল্পী ও পরিচালক লিখন রায়ের আগমনে ফুলেল শুভেচ্ছা ও বরণ

নীলফামারীর ডোমারে চারদিন ব্যাপী নৃত্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যোগ দিতে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্য পরিচালক ও নৃত্যকথা, ঢাকা’র প্রশিক্ষক ও পরিচালক, দেশবরেণ্য নৃত্যশিল্পী লিখন রায়ের আগমনে ফুলেল শুভেচ্ছা ও বরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ডোমার রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে আগত চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ডোমারে নামার পর এই সংবর্ধনা ও বরণ করেন ডোমার স্পন্দন নৃত্য একাডেমী’র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা মো. মফিজার রহমান দুলাল, বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী ও ডোমারের প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক মো. আনিস রহমান, বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী ও ডোমারের প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক মো. ফেরদৌস প্রমুখ।

প্রসঙ্গতঃ আগামীকাল (১৬ই ফেব্রুয়ারী) থেকে ১৯শে ফেব্রুয়ারী পর্যন্ত চারদিন ব্যাপী নৃত্য কর্মশালার আয়োজন করেছে ডোমার স্পন্দন নৃত্য একাডেমী। যা প্রতিদিন সকাল ১০টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news